Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন কোর্সে ৩৮৬ জন শিক্ষার্থী  ২টি শিফটে বিভক্ত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন। এছাড়া প্রতিবছরই আইসিটি ইন এডুকেশন সহ বিভিন্ন ধরনের শর্ট কোর্স পরিচালিত হয়। ভোলা পিটিআই,ভোলা এ সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট সহ মোট ১০ জন প্রথম-শ্রেণির কর্মকর্তা রয়েছেন যারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস সেবা প্রদান করে যাচ্ছেন। তার স্বীকৃতি স্বরুপ প্রায় প্রতি বছরই এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও শিক্ষার্থীরা জাতীয় পুরস্কারে ভূষীত হচ্ছেন। এ প্রতিষ্ঠান ২০১৫,২০১৭,২০১৮ ও ২০১৯ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পিটিআই এর স্বীকৃতি পায় এবং অত্র পিটিআই এর সুপারিনটেনডেন্ট জনাব শিরীন শবনম ২০১৮ সালে  জাতীয় পর্যায় ও ২০১৬,২০১৭,২০১৮ সালে  বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট হিসাবে নির্বাচিত হন । প্রতিষ্ঠানে রয়েছে একটি চার তলা ও তিন তলা  একত্রিত একাডেমিক ভবন, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ভবন, দুইটি মহিলা হোস্টেল ও একটি পুরুষ হোস্টেল। একাডেমিক বিল্ডিং এর তৃতীয় তলায় ৩০টি কম্পিউটার নিয়ে রয়েছে আইসিটি ল্যাব ও বিশাল লাইব্রেরী। পিটিআইতে রয়েছে বিস্তৃত খেলার মাঠ এবং অসংখ্য ফলজ ও বনজ বৃক্ষের সমাহার।