Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পিটিআইপ্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট সংক্ষেপে পিটিআই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের জন্য পিটিআই সমূহে দেড় বছরব্যাপী ডিপিএড প্রশিক্ষণ দেয়া হয়। বর্তমানে দেশে মোট পিটিআইয়ের সংখ্যা ৫৭টি। এর মধ্যে ২টি বেসরকারি পিটিআই রয়েছে। 

 

ভোলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট, ১৮মাস ব্যাপী ডিপিএড প্রশিক্ষন দিয়ে থাকে এছাড়াও সরকার পরিচালিত বিভিন্ন ট্রেনিং পরিচালনা করে থাকে। পিটিআই এর অধীনস্ত উপজেলা রিসোর্স সেন্টারের কার্যক্রম পিটিআই পরিচালনা করে। ১৯৫৩ সাল থেকে অদ্যবধি সুনামের সাথে অত্র প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে মানসম্মত প্রাথমিক শিক্ষার লক্ষে সেবা প্রদান করে যাচ্ছে। 

 

বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন কোর্সে ৩৮৬ জন শিক্ষার্থী  ২টি শিফটে বিভক্ত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন। এছাড়া প্রতিবছরই আইসিটি ইন এডুকেশন সহ বিভিন্ন ধরনের শর্ট কোর্স পরিচালিত হয়। ভোলা পিটিআই,ভোলা এ সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট সহ মোট ১০ জন প্রথম-শ্রেণির কর্মকর্তা রয়েছেন যারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস সেবা প্রদান করে যাচ্ছেন। তার স্বীকৃতি স্বরুপ প্রায় প্রতি বছরই এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও শিক্ষার্থীরা জাতীয় পুরস্কারে ভূষীত হচ্ছেন। এ প্রতিষ্ঠান ২০১৫,২০১৭,২০১৮ ও ২০১৯ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পিটিআই এর স্বীকৃতি পায় এবং অত্র পিটিআই এর সুপারিনটেনডেন্ট জনাব শিরীন শবনম ২০১৮ সালে  জাতীয় পর্যায় ও ২০১৬,২০১৭,২০১৮ সালে  বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট হিসাবে নির্বাচিত হন । প্রতিষ্ঠানে রয়েছে একটি চার তলা ও তিন তলা  একত্রিত একাডেমিক ভবন, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ভবন, দুইটি মহিলা হোস্টেল ও একটি পুরুষ হোস্টেল। একাডেমিক বিল্ডিং এর তৃতীয় তলায় ৩০টি কম্পিউটার নিয়ে রয়েছে আইসিটি ল্যাব ও বিশাল লাইব্রেরী। পিটিআইতে রয়েছে বিস্তৃত খেলার মাঠ এবং অসংখ্য ফলজ ও বনজ বৃক্ষের সমাহার।

 

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট, ভোলা ।

ফোন নম্বর  :ফোন (অফিস) : 049161551